নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

 

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি লিমনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারকৃত লিমন শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিমনের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মো. আ. গাফ্ফারের (বিপিএম) নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন জানান, তার ব্যবহৃত অস্ত্র রয়েছে। পরে তার দেখানো পথে শহরের দক্ষিণ সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. আ. গাফ্ফার (বিপিএম) বলেন, লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থানায় দুটি হত্যা, দুটি ডাকাতি, দুটি চুরি ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হয়। আদালত রিমান্ড আবেদন-পরবর্তী শুনানি ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন।


Post a Comment

Previous Post Next Post