সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিকেশনস ম্যানেজার পদে লোক নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কমিউনিকেশনস ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: কমিউনিকেশন খাতে কমপক্ষে ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন/সাংবাদিকতা/ইংরেজি/সামাজিক বিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের (https://stcuk.taleo.net/careersection/ex/jobdetail.ftl?job=2300024P) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ মে, ২০২৩।
বাংলাদেশ ব্যাংকের ৩৮ জন নির্বাহী পরিচালকের মধ্যে ২ জন এবং প্রধান অর্থনীতিবিদ এখন থেকে ১ নম্বর গ্রেডে বেতন পাবেন। এত দিন কেন্দ্রীয় ব্যাংকের ৩৮ জন নির্বাহী পরিচালক এবং প্রধান অর্থনীতিবিদ পদের ১ জন কর্মকর্তা ২ নম্বর গ্রেডে বেতন পেতেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক স্মারকে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
স্মারকে বলা হয়েছে, দুজন নির্বাহী পরিচালক ও একজন প্রধান অর্থনীতিবিদ এখন থেকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৭৮ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।
তবে এ ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুজন নির্বাহী পরিচালকের ১ নম্বর গ্রেড পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, জ্যেষ্ঠতা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে গ্রেড-২ ভুক্ত নির্বাহী পরিচালকদের মধ্য থেকে পদোন্নতি দেওয়া হবে এবং গ্রেড-২ ভুক্ত ‘নির্বাহী পরিচালক’ পদে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এমন নির্বাহী পরিচালকদের।
প্রধান অর্থনীতিবিদের ক্ষেত্রে বলা হয়েছে, সন্তোষজনক চাকরি এবং জ্যেষ্ঠতার পাশাপাশি সংশ্লিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিসহ গবেষণাকাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং ২ নম্বর গ্রেডে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আর এ ক্ষেত্রেও ওই কর্মকর্তার নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিশ্বজুড়ে মোবাইলে অর্থ লেনদেন ১.২৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
বিশ্বজুড়ে মোবাইলে আর্থিক লেনদেনের পরিমাণ বাড়ছে। ২০২১ সালে দিনে ৩০০ কোটি ডলারের লেনদেন হলেও গত বছর সেটি বেড়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। তাতে ২০২২ সালে বিশ্বজুড়ে মোবাইলে অর্থ লেনদেন হয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি ডলারের।
বৈশ্বিক সংস্থা জিএসএমএর বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি রিপোর্ট অন মোবাইল মানি ২০২৩ শীর্ষক প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হয়। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে জিএসএমএ প্রতিবছর এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে মোবাইলে আর্থিক সেবা অথবা এমএফএস ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। এই খাতে প্রথম ৮০ কোটি গ্রাহক পেতে ১৭ বছর সময় লেগেছিল। তবে পরবর্তী ৮০ কোটি গ্রাহক হয়েছে মাত্র পাঁচ বছরে। ২০২১ সালে সারা বিশ্বে এমএফএসের গ্রাহক ছিল ১৪০ কোটি। এক বছরের ব্যবধানে ২০২২ সালে তা ১৪ শতাংশ বেড়ে ১৬০ কোটিতে উন্নীত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে ৩১৫টি এমএফএস প্রতিষ্ঠান চালু আছে, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তর বা মানি ট্রান্সফার এবং ক্যাশ ইন বা ক্যাশ আউট লেনদেন এখনো সবচেয়ে জনপ্রিয় সেবা। এমএফএস ব্যবহার করে বিভিন্ন ধরনের বিল পরিশোধ ৩৬ শতাংশ বেড়েছে। এই গতি অন্য যেকোনো সেবার চেয়ে দ্রুত।
জিএসএমএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অনেক এলাকায় সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও কম খরচে আর্থিক সেবা পৌঁছে দিতে আরও কাজ করার প্রয়োজন রয়েছে। কারণ, এখনো ১৪০ কোটি মানুষ ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়েছে।
মহামারি করোনার সময় এমএফএস খাতের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, শুধু মহামারির সময় এমএফএস খাতে ৪০ কোটি নতুন হিসাব যুক্ত হয়েছে। এই অগ্রগতির নেপথ্যে রয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর লাখ লাখ মানুষকে ডিজিটাল আর্থিক সেবার সুযোগ করে দিতে প্রযুক্তির ভূমিকা।
বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে এনার্জি সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র এনার্জি স্পেশালিস্ট
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা জ্বালানি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনার্জি সেক্টর প্রজেক্টস অ্যান্ড ডায়ালগসে ম্যানেজমেন্ট লেভেলে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিশিয়েন্সি, স্টোরেজ, হাইড্রোজেন, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্মার্ট গ্রিড, পাওয়ার ডিচপ্যাস, পাওয়ার ইউটিলিটিস, টেকনিক্যাল, ইকোনমিক/ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অব প্রজেক্টের মধ্যে যেকোনো একটা বা সব কটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
Post a Comment