Dhakaiya Roshik | ঢাকাইয়া রসিক | New Natok 2022 | | Arosh Khan | Tania Brishty | Mohon Ahmed






অনুমতি মেলেনি, ঢাকায় আসছেন না নোরা ফতেহি
একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহির। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ।

তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও তাঁর সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।



মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

            প্রভাস–দীপিকার সঙ্গী হচ্ছেন এই তিন দক্ষিণি তারকা



নাগ অশ্বিনের তারকাবহুল ছবি ‘প্রজেক্ট কে’ নিয়ে আলোচনা অনেক দিন ধরেই। আলোচনার অন্যতম বড় কারণ অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো তারকার উপস্থিতি। এ ছাড়া ছবির বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি। কোভিডের কারণে কয়েক দফা পেছানোর পর গত বছরের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হয়। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ের জন্য ব্যয়বহুল সেট নিয়েও আলোচনা হয়েছে অনেক।
এবার জানা গেল, কেবল অমিতাভ, দীপিকা বা প্রভাস নন ‘প্রজেক্ট কে’-এ দেখা যাবে আরও তিন জনপ্রিয় দক্ষিণি তারকাকে। তাঁরা হলেন তামিল অভিনেতা সুরিয়া, তেলেগু অভিনেতা মহেশ বাবু ও মালয়ালম তারকা দুলকার সালমান। খবর টাইমস অব ইন্ডিয়ার
তিনজনই ছবির অতিথি চরিত্রে অভিনয় করবেন। সুরিয়া, মহেশ বাবু ও দুলকার সালমান—কারও সঙ্গেই অবশ্য এখনো চুক্তি হয়নি। তবে ছবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনজনকে নেওয়ার ব্যাপারে পরিচালক নাগ অশ্বিন পরিকল্পনা চূড়ান্ত করেছেন। ছবির সঙ্গে যুক্ত কেউ–ই এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
তিন তারকার মধ্যে দুলকার আগে নাগ অশ্বিনের বহুল প্রশংসিত সিনেমা ‘মহানটী’-তে অভিনয় করেন। অভিনেত্রী সাবিত্রীর জীবন অবলম্বনে নির্মিত ছবিটি তিন শাখায় ভারতের জাতীয় পুরস্কার জেতে।







Post a Comment

Previous Post Next Post