অপি করিমের জন্মদিনে...


আজ অভিনেত্রী অপি করিমের জন্মদিন। ভক্ত ও সহকর্মীরা এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।









তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা

ঈদ এলেই সাজ সাজ রব পড়ে যায় বিটাউনে। ইফতার অনুষ্ঠান, নতুন ছবি মুক্তি—সব মিলিয়ে ঝলমলিয়ে ওঠে বলিপাড়া। আর ঈদের দিনটা অলিখিতভাবেই যেন বলিউড সুপারস্টার সালমান খানের দখলে। বিশেষ এই দিনে মুক্তি পায় তাঁর সিনেমা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সালমান খান। মুক্তির তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।
পরিবারের সঙ্গে সাদামাটাভাবে ঈদ উদযাপন করতে ভালোবাসেন সালমান। এবারও পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ উদযাপন করলেন তিনি। খান বংশের ছোট থেকে বড়—সব সদস্যের মিলনমেলা বসেছিল একছাদের তলায়। ঈদের দিন সকালে একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন সালমান। ছবিতে সালমানের সঙ্গে ছিলেন বন্ধু আমির খান। ঈদ উপলক্ষে ভাইজান আমিরকে দাওয়াত দিয়েছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর এই দুই তারকাকে একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা খুশিতে ফেটে পড়েছিলেন।






ঈদের ছুটিতে টিভিতে দেখতে পারেন যেসব সিনেমা


মাছরাঙা
ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা। ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘বিশ্বসুন্দরী’। অভিনয়ে সিয়াম, পরীমনি। ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘প্রেম প্রেম পাগলামী’। অভিনয়ে বাপ্পী, আঁচল।
নাগরিক
ঈদের দিন সকাল আটটায় সিনেমা ‘বিয়ে বাড়ী’। অভিনয়ে শাকিব খান, রোমানা। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘স্বামীর সংসার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘মাই নেম ইজ খান’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল পাঁচটায় সিনেমা ‘দুই পৃথিবী’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা। ঈদের দ্বিতীয় দিন সকাল আটটায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘তোমাকে বউ বানাবো’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বিকেল পাঁচটায় সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের তৃতীয় দিন সকাল আটটায় সিনেমা ‘ফুল নেব না অশ্রু নেব’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘সাহেব নামের গোলাম’। অভিনয়ে শাকিব খান, সাহারা। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ডেয়ারিং লাভার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল পাঁচটায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল আঁখি।


বৈশাখী
ঈদের দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘আমার প্রাণের স্বামী’। অভিনয়ে শাকিব খান, শাবনূর, সাদেক বাচ্চু। ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ। ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে মারুফ, তমা মির্জা, ডিপজল।
দীপ্ত
ঈদের দিন সকাল ৯টায় সিনেমা ‘স্ফুলিঙ্গ’। অভিনয়ে শ্যামল মাওলা, পরীমনি, মম। বেলা একটায় সিনেমা ‘শান’। অভিনয়ে সিয়াম, পূজা। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। অভিনয়ে খায়রুল বাসার, সাবিলা নূর। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা একটায় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। অভিনয়ে সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে আরিফিন শুভ, আঁচল। বেলা একটায় সিনেমা ‘তালাশ’। অভিনয়ে আদর, শবনম বুবলী। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘পরী’। অভিনয়ে জোভান, পূজা চেরি।





 ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা বৃহস্পতিবার
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন নেছা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাঁকে সম্মান জানানো হবে।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন নেছা।



আলতাফুন নেছা বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর চৌধুরী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (১৪ এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শেষকৃত্যের কী হবে, কাল কেন্দ্রীয় শহীদ মিনারে তা জানা যাবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট বোন আলেয়া চৌধুরী।



Post a Comment

Previous Post Next Post