Live Match 6: India vs Bangladesh | SAFF U - 17 Women's Championship 2023 |

 






রাজধানীর বঙ্গবাজারের দোকান কর্মচারীদের অধিকাংশেরই বাড়ি ঢাকার বাইরে। ঐতিহ্যগতভাবে তাঁরা পুরো রমজান মাসে বেচাকেনা করে ‘চাঁদরাতে’; অর্থাৎ ঈদের আগের রাতে দলে দলে বাড়িতে ফেরেন। কিন্তু এবার সেই তাড়া নেই। কারণ, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্গবাজারের অধিকাংশ ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁদের অবস্থা এতটাই সঙিন যে ঈদের আগে কর্মচারীদের বেতন-বোনাস কিছুই দিতে পারছেন না।

শুক্রবার সরেজমিনে বঙ্গবাজারে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে আলাপ করে জানা যায়, অধিকাংশ কর্মচারী এখনো বেতন-বোনাস পাননি। অনেকে চক্ষুলজ্জার ভয়ে মালিকের কাছে বেতনের টাকাটাও চাইতে পারছেন না। এদিকে বেঁচে থাকার বাস্তবতাও আছে। কর্মচারীদের পরিবারগুলো তো তাঁদের ওপর নির্ভরশীল। পরিবারগুলো নিশ্চয়ই অপেক্ষায় আছে, ঈদ উপলক্ষে আদৌ টাকা আসবে কি না বা এলে কখন বা কত টাকা আসবে।

Post a Comment

Previous Post Next Post